কক্সবাজারের পেচারদ্বীপ সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের ৫ম দিনেও সন্ধান মেলেনি।
শনিবার (১২ জুলাই) ৫ম দিনের মতো সকাল থেকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলমের নেতৃত্বে উদ্ধার কার্যক্রম শুরু করে লাইফ গার্ড ও বিচ কর্মীরা। তাদের সঙ্গে যোগ দিয়ে বিমান বাহিনীও।
এর আগে গত মঙ্গলবার সকালে অরিত্র হাসান ও তার দুই সহপাঠী সাগরে গোসলে নেমে ভেসে যান। আড়াই ঘণ্টার মধ্যে কে এম সাদমান রহমান সাবাব (২১) নামের এক শিক্ষার্থীর মরদেহ সৈকতে ভেসে আসে। পরদিন বুধবার সকালে ১৭ কিলোমিটার উত্তরে সমিতিপাড়া সৈকতে ভাসমান অবস্থায় আসিফ আহমেদ (২২) নামের আরও এক শিক্ষার্থীর মরদেহ পাওয়া যায়।
এর মধ্যে আসিফ বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে এবং চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। সাবাব ঢাকার মিরপুরের বাসিন্দা কে এম আনিছুর রহমানের ছেলে এবং একই বিভাগের শিক্ষার্থী। তারা বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী।
নিখোঁজ অরিত্র হাসান বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের সাকিব হাসানের ছেলে। তার সন্ধানে সাগরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সী সেফ লাইফ গার্ড সংস্থার সুপার ভাইজার ওসমান গনি।
তিনি জানান, অরিত্র হাসান নিখোঁজের ৫ম দিন চলছে। তার সন্ধানে ফায়ার সার্ভিস, লাইফ গার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীদের সমন্বয়ে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে শনিবার অভিযানে যোগ দিয়েছে বিমান বাহিনী। তারা ড্রোনের সাহায্য তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত মহেশখালী, সোনাদিয়া, মাতারবাড়ি, কুতুবদিয়া উপকূল এবং সাগরে ড্রোনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার পাশাপাশি লাইফ গার্ড, বিচ কর্মীরা পায়ে হেঁটে সন্ধান চালাচ্ছে। উদ্ধারকর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম বলেন, অরিত্র হাসান নিখোঁজের ৫ দিন হয়েছে। কিন্তু কক্সবাজার সমুদ্র উপকূলের মহেশখালী থেকে টেকনাফের নাফ নদীর মোহনা পর্যন্ত ১৫০ কিলোমিটার এলাকায় কোথাও তার হদিস মেলেনি। উদ্ধারকর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।
এদিকে অরিত্র হাসানের বাবা সাকিব হাসান বলেন, ‘আমি একজন ভাগ্যবিড়ম্বিত হতভাগা ও অসহায় বাবা। আমার কিছু বলার নেই, বলার মতো মানসিক অবস্থাও নেই। কিন্তু এ জন্য তো তারা যে রিসোর্টে উঠেছিল, সেই রিসোর্ট কর্তৃপক্ষও দায় এড়াতে পারে না। কারণ, সেখানে সৈকত যে বিপজ্জনক, তা নিয়ে তারা সতর্ক করেননি।’ একই সঙ্গে তিনি এই অব্যবস্থাপনার জন্য রাষ্ট্রকেও অভিযুক্ত করেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |