জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, সত্যের পক্ষে নির্ভীক অবস্থান নেওয়া প্রতিটি মিডিয়া কর্মীর নৈতিক দায়িত্ব। মিডিয়া হতে হবে সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। আমরা মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে লড়বো, হব সত্য-ন্যায়ের পক্ষে সাহসী মিডিয়া যোদ্ধা।
তিনি আরও বলেন, ‘আজ কিছু অশুভ শক্তি মিডিয়াকে বিকৃত তথ্য ছড়ানোর অস্ত্র বানাতে চায়। এ থেকে জাতিকে রক্ষা করতে হলে আমাদের সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করতে হবে।
জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে ১১ জুলাই মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম।
উপজেলা আমীর মাওলানা রফিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সহকারী সেক্রেটারি সরোয়ার কামাল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিক, অনলাইন সংবাদকর্মী, প্রচার বিভাগের সদস্যবৃন্দ এবং সচেতন নাগরিক সমাজ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ ইবরাহিম, মাওলানা গিয়াস উদ্দিন নিজামী, বায়তুলমাল সেক্রেটারি মুহাম্মদ হোসাইন, জামায়াত নেতা শাহ মোহাম্মদ জুবাইর, জায়নত উল্লাহ, ছাত্রনেতা তারেকুল ইসলাম প্রমুখ।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |