সীমান্তে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি সদস্যরা। আজ শনিবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নাফ নদীর উলুবনিয়া সীমান্ত থেকে এসব উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন।
তিনি বলেন, আজ শনিবার সন্ধ্যায় মিয়ানমার থেকে মাদকের চালান আসার খবরে পালংখালী বিওপি’র বিশেষ টহলদল নাফ নদীর উলুবনিয়া সীমান্তে সতর্ক অবস্থান গ্রহণ করে। ওই সময় দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ওই এলাকায় তল্লাশী চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে ওই থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |