কুতুবদিয়ার ধুরুং বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স না থাকায় ৪ ফার্মেসিকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২-জুলাই) বিকেল ৪ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন জানান, ধুরুং বাজারের কয়েকটি ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠান গোপনে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অনিয়মে জর্জরিত। এর সূত্র ধরে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট আইনের ধারায় সেবা ফার্মেসিকে ৫ হাজার, লোকনাথ ফার্মেসিকে ৩ হাজার, নকীব মেডিকেল হলকে ৫ হাজার ও মালেক শাহ ফার্মেসিকে ১০ হাজারসহ মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি জানান, ওষুধ যেমন মানুষের শরীরে রোগ প্রতিরোধ করে, ঠিক তেমনি মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনে মানুষের মৃত্যুর ঝুঁকি থাকে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব অনিয়ম বন্ধে প্রশাসন খুবই সোচ্চার। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা স্যানিটারি পরিদর্শক আব্দুল মালেক ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |