প্রবালদ্বীপ সেন্টমার্টিনের একমাত্র উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সরকারের সেন্টমার্টিনস্থ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (২৯ জুন) বাড়িতে প্রবেশ করে দেখেন মূল্যবান সব জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এবিষয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সরকার বলেন, গ্রামের বাড়ি কুমিল্লা থেকে ঈদের ছুটি কাটিয়ে বাড়িতে এসে দেখি গেইটের তালা ভাঙ্গা। ভিতরে প্রবেশ করে লক্ষ্য করি- পানির পাম্প, সিলিং ফ্যান, কম্বল, নতুন কাপড়-চোপড় কিছুই অবশিষ্ট নেই বাড়িতে। পাশাপাশি অবসর জীবনে জীবন নির্বাহের সম্বল হোমিওপ্যাথিক ওষুধগুলোও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এবিষয়ে সেন্টমার্টিনের বাসিন্দা এম এ খোমেনী বলেন, ৩০ বছর ধরে দ্বীপে শিক্ষার আলো ছড়ানো এ আলোকবর্তিকার সবকিছু নিয়ে গেছে চোরের দল।
এছাড়া তিনি আরও বলেন, আমাদের এ দ্বীপে ভিক্ষুক, চোর, ডাকাত, ছিনতাইকারী, দস্যু নাই বলে যুগের পর যুগ আমরা গর্ব করেছি। কিন্তু হঠাৎ দ্বীপে চোর, ডাকাতিসহ সকল ধরনের অপরাধ কার্যক্রম শুরু হওয়ায় এ জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বর্তমানে সেন্টমার্টিন দ্বীপে জানমালের নিরাপত্তার তীব্র সংকট তৈরি হয়েছে। এর প্রতিকার না হলে এসব অপরাধ ‘নিয়মে’ পরিনত হতে সময় লাগবে না। তাই স্থানীয় প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপ কামনা করছেন দ্বীপের সচেতন মহল।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |