মাছের ঝুড়ির ভিতর থেকে ২০ হাজার পিস উদ্ধার করেছে ৬৪ বিজিবি সদস্যরা। এসময় দুই কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলো- উখিয়ার পালংখালী এলাকার রহমতের বিল এলাকার মৃত হোসাইনের ছেলে মো. মামুন (২৬) ও আহমেদ হোসেনের ছেলে মো. সৈয়দুল বসর(২৮)।
আজ সোমবার (৩০ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে উখিয়ার বালুখালী সীমান্ত থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।
৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, আজ সোমবার বিকেলে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে তাদের ধাওয়া করে বিজিবি সদস্যরা। ওইসময় দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ওই দুই চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের কাছে থাকা মাছের ঝুড়ির ভিতর থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত আসামী ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |