উখিয়ার সীমান্ত এলাকায় ডাকাতের আস্তানায় হানা দিয়ে বিদেশি এয়ার রাইফেল, এলজি সহ গোলাবারুদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ১৫) সদস্যরা। এসময় ডাকাতদল র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
গতকাল (২৯ জুন) রবিবার উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী উত্তর হাজিরপাড়া এলাকায় র্যাব-১৫ এর একটি অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
র্যাব-১৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দুপুরে র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, থাইংখালী উত্তর হাজিরপাড়া এলাকায় কিছু বাঙালি ও রোহিঙ্গা সদস্য ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে যাওয়া ১টি এলজি, ১টি বিদেশি এয়ার রাইফেল, ৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৩ রাউন্ড বার বোরের তাজা কার্তুজ এবং ১ রাউন্ড বার বোরের খালি খোসা উদ্ধার করে র্যাব সদস্যরা।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ.ম. ফারুক অভিযানের বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক ডাকাতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলমান রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |