টেকনাফ-কক্সবাজারগামী বাস থেকে বিজিবি ডগ ক্যালভিনের সহযোগিতায় ইয়াবাসহ বাসের চালক ও সহকারীকে আটক করেছে ৬৪ বিজিবি সদস্যরা। আটককৃতরা হলো- টেকনাফের পল্লান পাড়ার মৃত হাছন আলীর ছেলে
শাকের মিয়া (৪২) এবং পুরান পল্লান পাড়া এলাকার সফি উল্লাহর ছেলে আবদুর রহমান (২০)।
আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টার দিকে হোয়াইক্যং চেকপোস্ট থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন।
তিনি বলেন, আজ মঙ্গলবার সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী পায়রা সার্ভিস নামে একটি সিভিল বাসকে হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশির জন্য থামানো হয়। কে-৯ টিমের সদস্যরা বিজিডি-১০৯০ ডগ ক্যালভিন কর্তৃক বাসে তল্লাশি শুরু করে। ওই সময় ডগ ক্যালভিন বাসের ড্রাইভার এর পায়ের কাছে বারবার সংকেত দেয়। পরে ওই স্থানে তল্লাশি করে কালো ট্যাপ দ্বারা প্যাঁচানো ছোট পাঁচটি পোটলা থেকে ৯,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতদের বরাতে বিজিবি অধিনায়ক আরও বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য কক্সবাজার নিয়ে গিয়ে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
আটককৃত আসামী ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও যাত্রীবাহী সিভিল বাস মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |