টেকনাফে ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃতরা হলো- উপজেলার চৌধুরী পাড়ার আব্দু শুক্কুরের ছেলে মো. নুরুল ইসলাম (৩০) এবং একই এলাকার মো. আলম এর ছেলে মোঃ আয়াস (২৪)।
আজ মঙ্গলবার (২৪ জুন) কেওড়া বাগান থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি বলেন, আজ মঙ্গলবার জেলের ছদ্মবেশে কে.কে. খাল সংলগ্ন জালিয়ারজোড়া এলাকা দিয়ে ইয়াবা পাচারের খবরে বিজিবি সদস্যরা নাফ নদীর তীর ও তীরবর্তী স্থানে সতর্ক অবস্থান গ্রহণ করে। পাশাপাশি একটি নৌ টহলদল আধুনিক সামরিক বোটযোগে নাফ নদীতে টহল কার্যক্রম পরিচালনা করে। ওই সময় মাদকবাহী একটি হস্তচালিত নৌকা টহল দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত কে কে খালের ভিতরে প্রবেশ করে কেওড়া বাগানের কর্দমাক্ত মাটির নিচে মাদক লুকিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কেওড়া বাগানে চিরুনী অভিযান পরিচালনা করে ওই দুই কারবারিকে আটক করা হয়। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেওড়া বাগানের কর্দমাক্ত মাটির নিচ হতে বিশেষ উপায়ে মোড়কজাত ও পানি নিরোধক অবস্থায় সংরক্ষিত ৩টি প্যাকেট থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আসামী ও জব্দকৃত মাদকদ্রব্য যথাযথ আইনি প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানাতে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |