টেকনাফে মালিকবিহীন দেড় লক্ষাধিক ইয়াবা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
আজ রবিবার (২২ জুন) সাড়ে ৫টার দিকে মির্জাজোড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি বলেন, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে মিয়ানমারের জলসীমায় একটি নৌকাকে দীর্ঘক্ষণ যাবৎ ঘোরাঘুরি করতে দেখে এবং ওই নৌকা থেকে ০২ জন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদীতে নেমে সাঁতরে কেওড়া বাগানের ভিতর দিয়ে মির্জাজোড়া এলাকার দিকে আসতে দেখে। ওই ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা কেওড়া জঙ্গল সংলগ্ন মাছের প্রজেক্ট এর পাশে লুকিয়ে রেখে দ্রুত প্রতিকূল আবহাওয়ায় প্রবল ঝড় বৃষ্টির মধ্যে কেওড়া জঙ্গলের ভিতরে গা ঢাকা দেয়। পরে ফেলে যাওয়া কর্দমাক্ত দুটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর থেকে এক লক্ষ ষাট হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সমর্থ হলেও মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেট জমা করার জন্য প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |