কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ফের নতুন ২২ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেলে এদের মধ্যে ১৪ জনকে টেকনাফ পৌরসভাস্থ ঝরণা চত্ত্বর সংলগ্ন আবু ছিদ্দিক মার্কেটে অপেক্ষা করতে দেখা যায়।
জানা যায়, ওই ১৪ জন রোহিঙ্গা মিয়ানমারের বুচিডং শহরের লম্বাবিল এলাকার মোহাম্মদ আমিন ও মোস্তফা কামালের পরিবারের সদস্য। যেখানে ২ জন নারী, ২ জন পুরুষ ও ১০ জন শিশু রয়েছে।
মোহাম্মদ আমিন ও মোস্তফা কামাল জানায়, সমুদ্র পথে মিয়ানমার থেকে নৌকাযোগে সেন্টমার্টিনের কাছাকাছি এলাকা হয়ে টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়া ঘাট হয়ে উপকূলে উঠেন তারা। নৌকায় মোট ২২ জন রোহিঙ্গা যাত্রী ছিল। অপর ৮ জন নৌকা থেকে নেমে অন্যত্র পালিয়ে গেলেও অটোরিকশা যোগে তারা টেকনাফ পৌরসভায় আসেন। পরে তাদেরকে গোয়েন্দা সংস্থার লোকজন আটকে রেখেছে বলে জানায়।
গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, বিষয়টি বিজিবিকে অবগত করলে ওইসব রোহিঙ্গাদেরকে বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, ১৪ রোহিঙ্গাকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, ডিসেম্বর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা দখলে নেন আরাকান আর্মি। এর পর থেকে ১ মে পর্যন্ত নতুন করে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য জানিয়েছিলেন ইউএনএইচসিআর ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |