উখিয়ার ইমামের ডেইল চেকপোস্টে ইয়াবা, প্রাইভেট কার ও মোটর সাইকেল সহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, ৩০ মে (শুক্রবার) রাত আনুমানিক পৌনে ১০টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে তল্লাশীর জন্য থামানো হয়। ওই সময় মোটরসাইকেল চালক টেকনাফের সাবরাং পেন্ডল পাড়ার কবির আহমেদের ছেলে মো. শফিক আলম (৩৫) দৌড়ে পালিয়ে গেলেও মোটর সাইকেল আরোহী শফিক আলমের স্ত্রী মনোয়ারা (২৩) কে তল্লাশী করে তার হেফাজতে থাকা ০২টি কালো রঙ্গের বায়ুরোধী প্লাস্টিকের ট্যাপ দ্বারা প্যাচানো ৪,০০০ পিস ইয়াব জব্দ করা হয়। অন্যদিকে প্রাইভেটকারের পেছনে গ্যাস সিলিন্ডারের পার্শ্বে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় দুই হাজার পিস ইয়াবাসহ টেকনাফের সাবরাং ইউপির শাহপরীর দ্বীপের বাসিন্দা মৃত নুরুল আমিনের ছেলে সাহাবউদ্দিন (২৯) কে আটক করা হয়।
আটক আসামীদের বরাতে বিজিবি অধিনায়ক আরও বলেন, উল্লিখিত ইয়াবা ট্যাবলেটগুলো বেশী দামে বিক্রয়ের উদ্দেশ্যে একইসাথে দুইটি গাড়ীতে সমন্বয়ের মাধ্যমে নিয়ে যাচ্ছিল। পলাতক চোরাকারবারীকে আইনের আওতায় আনতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
আটক আসামীসহ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেটকার এবং মোটরসাইকেল সংশ্লিষ্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |