কক্সবাজারের টেকনাফ বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে “নারী, পুরুষ এবং হিজড়া জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্য” বিষয়ক প্রজেক্ট ফেসিলিটেশন ফোরাম সদস্যগনের সাথে ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনএইচসিআর এর আর্থিক সহায়তায় আজ বুধবার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠি, নারী, পুরুষ এবং হিজড়া জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্য সেবা এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোচনী বন্ধুর সার্ভিস সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভায় শুভেচ্ছা মূলক বক্তব্য রাখেন সংস্থার প্রোগ্রাম স্পেশালিস্ট মোঃ নাজমুল হক, তথ্য উপস্থাপন করেন সার্ভিস সেন্টার ম্যানেজার আব্দুল্লাহ আল আবির ও মো: মোস্তাফা কামাল। সভায় বন্ধু লেদা ও মোচনী সার্ভিস সেন্টারের বিগত জনুয়ারী-২০২৫ থেকে এপ্রিল-২০২৫ মাসের বিভিন্ন কার্যক্রমের তথ্য ভিত্তিক উপস্থাপন এবং পিএফটি ফোরাম সদস্যদের বিভিন্ন পরামর্শের বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান -মর্জিনা আক্তার ছিদ্দিকী,তিনি বলেন – আমাদের আশেপাশে যারা হিজড়া বোনেরা রয়েছেন তাদেরকে যাতে অবহেলার চোখে দেখা না হয়, কারণ তাদেরকে আমারা অবহেলা করলে তারা আরো পিছিয়ে পরবে সমাজের কাছ থেকে তাই আমাদের সবার অবস্থান হতে তাদের জন্য সহযোগীতার হাত বাড়ীয়ে দেওয়ার আহবান করেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি আতউর রহমান এস,আই এবিপিএন, নয়াপাড়া, লেদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জামাল উদ্দীন, লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজীর আহম্মদ, সাংবাদিক নোমান হাসেমী,, কামাল উদ্দিন জাফরী,মাষ্ঠার মোহাম্মদ সেলিম,প্রবাসী সৈয়দ হোছাইন,লেদা স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব- মাও মোহাম্মদ আলম,তৃতীয়লিঙ্গ/হিজরা জনগোষ্ঠীর প্রতিনিধি – মিষ্টি, ব্যবসায়ী – সৈয়দ হোসেন,ফজলুল হক সহ কমিউনিটি লিডার সহ বন্ধু সার্ভিস সেন্টার এর প্রতিনিধিবৃন্দ।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |