রেজুখাল পোস্টে ইয়াবাসহ আব্দুর রহমান (৩৩) নামে এক মোটরসাইকেল চালককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক আব্দুর রহমান টেকনাফের সাবরাং ইউপির কাটাবনিয়া এলাকার আব্দুল কাদের এর ছেলে।
রবিবার (২৫ মে) রেজুখাল চেকপোস্টে তল্লাশি করে ওইসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সোনার পাড়া থেকে কক্সবাজারগামী একটি মোটর সাইকেল রেজুখাল পোস্টে আসলে তল্লাশীর জন্য থামানো হয়। পরে মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৯,৭৭০ পিস ইয়াবা উদ্ধারসহ ধৃত চালক আব্দুর রহমানকে আটক করা হয়েছে। এছাড়া ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল সহ আটক আসামীকে প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করে পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |