মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

‘ইউএনও’র অনুমতিপত্র জালিয়াতি করে মিয়ানমারে নির্মাণ সামগ্রী পাচার ‘ শীর্ষক সংবাদের একাংশের তীব্র প্রতিবাদ

অনলাইন ডেস্ক
আপডেট শুক্রবার, ২ মে, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন

গত ৩০ এপ্রিল বিভিন্ন দৈনিক পত্রিকাসহ অনলাইনে প্রকাশিত ‘ইউএনও’র অনুমতিপত্র জালিয়াতি করে মিয়ানমারে নির্মাণ সামগ্রী পাচার’ শীর্ষক শিরোনামের সংবাদটি আমরা প্রতিবাদকারীদ্বয়ের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত শিরোনামে আমাদের জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তাহা সম্পুর্ন মিথ্যা, মনগড়া ও বানোয়াট। আমরা ওই সংবাদের একাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃতপক্ষে, যে সার্ভিস বোটে করে নির্মাণ সামগ্রী মিয়ানমারে পাচারের অভিযোগ উঠেছে তা গত ২৮ এপ্রিল নন জুডিশিয়াল স্ট্যাম্পমুলে সেলিনা আকতার, পিতা আবদুস শুক্কুর, হাজী বাদশা মিয়া বাড়ি, শহীদ পাড়া রোড়, চট্টগ্রাম কে বিক্রি করে হস্তান্তর করেছি। ফলে ওই দিন থেকে আমি আর ওই সার্ভিস বোটের মালিকানা নেই। একটি স্বার্থন্বেষি মহল আমাদের বিরুদ্ধে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য সরবরাহ করে বিভ্রান্তি করার পাঁয়তারা করছে। এছাড়াও কোন ধরনের সিন্ডিকেটের সংগেও আমরা জড়িত নই। প্রকৃত সিন্ডিকেট ব্যবসায়ী ও পাচারকারীদের আইনের আওতায় আনা হোক সেটা আমরাও চাই। সঠিক তদন্ত করে প্রকৃত পাচারকারি ও ইউএনওর অনুমতিপত্র কারা জালিয়াতি করেছে তা খতিয়ে দেখে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হোক।
আমাদের জড়িয়ে যে সংবাদটুকু প্রকাশিত হয়েছে তাতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের বিভ্রান্তি না হওয়ার অনুরোধ জানাচ্ছি এবং সংবাদে একাংশে আমাদের জড়িয়ে প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী—
মো. আলম ও মো. জাহাঙ্গীর
সেন্টমাটিন দ্বীপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫