বার্তা পরিবেশক :
টেকনাফ থেকে প্রচারিত “টেকনাফ টুডে” নামের একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে “অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত হ্নীলা পল্লী বিদ্যুত অভিযোগ কেন্দ্র”শিরোনামে প্রকাশিত নিউজের প্রতিবাদ জানিয়েছেন স্বপন কুমার দে। প্রতিবাদে স্বপন কুমার জানান,বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। এতে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমি ও আমার অফিসকে জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে,তা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
গণমাধ্যমে একটি লিখিত প্রতিবাদ পাঠিয়েছেন স্বপন কুমার। নিচে তা উল্লেখ করা হলো-টেকনাফ টুডে নিউজ পোর্টালে প্রতিকাশিত নিউজটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। উক্ত ভিত্তিহীন নিউজের প্রতিবাদ জানাচ্ছি। আমি টেকনাফের হ্নীলা বিদ্যুৎ অফিসে যোগদানের পর থেকে কারো কাছ থেকে কোনো ধরণের উৎকোচ গ্রহণ করিনি। সরকারি নিয়ম মোতাবেক সাধ্যমতো চেষ্টা করেছি সাধারণ মানুষকে সেবা দেওয়ার। এরই মধ্যে আমার বিরুদ্ধে নিউজ প্রকাশিত হয়েছে দুর্নীতির অভিযোগে,যার নূন্যতম সত্যটা নেই। হইতো কোনো কুচক্রীমহল আমার সম্মানহানির লক্ষ্যে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই নিউজ প্রকাশ করাইছে বলে ধারণা করছি।
কারণ,হ্নীলা বিদ্যুৎ অফিস থেকে বদলি হওয়া স্টাফের সাথে স্থানীয় কিছু লোকজনের সম্পর্ক ছিল। তারা পূর্বের স্টাফদের কাছে বিভিন্ন তদবির করতো এবং সাধারণ মানুষ থেকে বিদ্যুতের সুবিধা দেওয়ার প্রলোভনে বিভিন্ন টাকা নিতো। যাদের কে স্থানীয়রা এক প্রকার দালাল বলে আখ্যায়িত করে থাকে । হ্নীলা বিদ্যুৎ অফিসে আমার যোগদানের পর থেকে আমার কাছে গিয়ে কোনো প্রকার তদবির বাণিজ্যের সুযোগ পাইনি। এতে করে তারা আমার উপর ক্ষুদ্ধ হয়েছে। যে ক্ষোভ থেকে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আমার সম্মানহানির চেষ্টা করছে বলে মনে করছি।
উক্ত প্রকাশিত ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত সংবাদে সংশ্লিষ্ট দাপ্তরিক কর্মকর্তাসহ কাউকে বিভ্রান্তি না হওয়ার অনুরোধ করছি।
প্রতিবাদকারী :
স্বপন কুমার দে,
সহকারী জুনিয়র ইঞ্জিনিয়র,
হ্নীলা পল্লী বিদ্যুৎ অফিস।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |