ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চকরিয়া উপজেলার উত্তর শাখার শপথ অধিবেশন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৫ এপ্রিল) বিকাল টায় আইএবি চথাউ কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চথাউ-এর সভাপতি এম. শরীফ শাকের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ নেজাম উদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাহেদুল ইসলাম আবরার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চকরিয়া থানা উত্তর শাখার সভাপতি মাওলানা জুনায়েদুল হক আরমান, সেক্রেটারি মাওলানা মুহিব্বুল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চকরিয়া থানা উত্তর শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম ছিদ্দিকী ও সহ-সভাপতি এম. মাহমুদুল হাসান সহ প্রমুখ।
এসময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চকরিয়া থানা উত্তর-এর সভাপতির সিদ্ধান্তক্রমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চথাউ -এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
২০২৫ সেশনের পূর্ণাঙ্গ থানা আমেলা:
সভাপতি এম. শরীফ শাকের, সহ সভাপতি শরিফ মুহাম্মদ আবু দাউদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু সুফিয়ান মোর্শেদ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আরিফ হোসেন, দাওয়াহ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক এইচ এম গিয়াস উদ্দিন, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাম্মদ আশহাদুল ইসলাম শরীফ, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ খালিদ বিন ওয়ালিদ, কলেজ সম্পাদক হোছাইন আহমদ, কওমী মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ মিসবাহ উদ্দিন, স্কুল সম্পাদক মুহাম্মদ তাজিদুল ইসলাম, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ সাঈদুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহম্মদ জামশেদ হোসেন, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ শাহজাহান।
এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সহ-সভাপতি আব্দুর রহমান আরেফী, উর্ধ্বতন ৩ জন যথাক্রমে সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম থানা সম্মেলনে ঘোষণা করেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |