রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo চট্টগ্রামে সম্প্রীতি জোরদারে টেকনাফের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফ্রেন্ডলি টুর্ণামেন্টের আয়োজন Logo অবশেষে উখিয়ায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার Logo মাছ ধরতে গিয়ে সাগরে নিখোঁজ ২ ছাত্রের মধ্যে একজনের মরদেহ উদ্ধার Logo চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo মাতামুহুরী নদীতে ডুবে কিশোরীর মৃত্যু, অপর ২ বোনকে জীবিত উদ্ধার Logo খাদ্যসামগ্রী ও বস্ত্র পাচারকালে আটক পাচারকারী ৭ Logo সাগরপাড়ে মাছ ধরতে গিয়ে স্রোতের টানে ভেসে গেছে উখিয়ার জালিয়াপালং ইউপির দুই শিক্ষার্থী Logo রামু থেকে ৯৫ হাজার ইয়াবাসহ আটক ২ Logo আরও ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মিরা Logo রোহিঙ্গা অপহরণকারীর হাত থেকে কিশোরী উদ্ধার

টেকনাফে অপহরণ প্রতিরোধে স্থায়ী সমাধানের দাবিতে ছাত্রজনতার মানববন্ধন

রূপান্তর ডেস্ক
আপডেট রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

‘অপহরণ’, ‘মুক্তিপণ’ কিংবা ‘খুন’ টেকনাফে ভয়াবহ রূপ ধারণ করেছে। টেকনাফের পাহাড়গুলো এসবের নিরাপদ আস্তানার নাম। রোহিঙ্গা জনগোষ্ঠীর একদল দুস্কৃতকারী অপহরণ বাণিজ্যকে ডালভাত বানিয়ে নিয়েছে। এক্ষেত্রে স্থানীয় কিছু দুস্কৃতকারী তাদের এজেন্ট হিসেবে কাজ করছে বলে লোকেমুখে অভিযোগ রয়েছে। এ ভয়াল থাবা থেকে মুক্তি পেতে চায় সাধারণ জনতা। অপহরণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা প্রাণের দাবি তাদের। এনিয়ে রবিবার (৬ এপ্রিল) দুপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন বাহারছড়ার ছাত্র-জনতা।

এতে সংহতি প্রকাশ করেন এলাকার সচেতন নাগরিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, টেকনাফে দীর্ঘদিন ধরে হয়ে আসা অপহরণ নিরসনে সরকার এবং প্রশাসন নীরব হয়ে আছে। অতিদ্রুত সময়ের মধ্যে এই সমস্যার স্থায়ী সমাধান চেয়েছেন ছাত্রজনতা। বক্তারা আরো বলেন, প্রশাসন অপহরণ প্রতিরোধে দৃশ্যমান ভূমিকা দেখাতে চরমভাবে ব্যর্থ। যা জনমনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।

মানবন্ধনে বাহারছড়া বিএনপির উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক বাহাদুর রানা রাষ্ট্র ও প্রশাসনের প্রতি অভিযোগ করে বলেন, অপহরণ বাণিজ্য বন্ধ করার ব্যাপারে রাষ্ট্রযন্ত্র উল্লেখযোগ্য উদ্যোগ নিতে ব্যর্থ হওয়ায় অপহরণচক্র দিনদিন আরও শক্তিশালী ও বেপরোয়া হয়ে উঠেছে।

উপস্থিত সমাজের বিভিন্ন পেশার প্রতিনিধিরা বলেন, অপহরণের স্থায়ী সমাধানের জন্য বাহারছড়ার ঝুঁকিপূর্ণ স্থান গুলোতে নিরাপত্তা টহল জোরদার করাসহ অস্থায়ী সেনা ঘাঁটি স্থাপন করা অতীব জরুরি।

মানবন্ধনের অন্যতম সংগঠক নুরুল আমিন দুঃখ প্রকাশ করে বলেন, উখিয়া-টেকনাফের মানুষ নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে। অতীতে লক্ষ্য করা গেছে, সরকারি কোন কর্মকর্তা অপহৃত হলে ২৪ ঘন্টার মধ্যে তার কঠোর ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু সাধারণ জনগণের ক্ষেত্রে মুক্তিপণ আদায়ের মাধ্যমে মুক্ত হলেও ভিক্টিমকে নানাভাবে হয়রানি করা হয়। প্রশাসনের এমন বৈষম্যমূলক ভূমিকার কারণে অপহরণ বাণিজ্য টেকনাফে ডাল-ভাতে রূপ নিয়েছে। তাই অপহরণের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জালাল উদ্দীন বলেন,”যদি এক সপ্তাহের মধ্যে প্রশাসন দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে পর্যায়ক্রমে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫