রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ
Logo টেকনাফে দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ আটক ১ Logo ফোরজির সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সোমবার থেকে কার্যকর Logo কক্সবাজার শহরে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ Logo চট্টগ্রামে সম্প্রীতি জোরদারে টেকনাফের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফ্রেন্ডলি টুর্ণামেন্টের আয়োজন Logo অবশেষে উখিয়ায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার Logo মাছ ধরতে গিয়ে সাগরে নিখোঁজ ২ ছাত্রের মধ্যে একজনের মরদেহ উদ্ধার Logo চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo মাতামুহুরী নদীতে ডুবে কিশোরীর মৃত্যু, অপর ২ বোনকে জীবিত উদ্ধার Logo খাদ্যসামগ্রী ও বস্ত্র পাচারকালে আটক পাচারকারী ৭ Logo সাগরপাড়ে মাছ ধরতে গিয়ে স্রোতের টানে ভেসে গেছে উখিয়ার জালিয়াপালং ইউপির দুই শিক্ষার্থী

টেকনাফে নিহত বিজিবি সদস্য বেলালের বাড়িতে শোকের মাতম

রূপান্তর ডেস্ক
আপডেট সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৪:৩৯ পূর্বাহ্ন

মায়ের কোলে ১৮মাসের অবুঝ শিশু আনহা বিন হাসান পিতার আদর সোহাগ বুঝার বয়স হয়নি এখনো। বাবা শব্দের সাথে পরিচিত হওয়ার আগেই পিতাকে হারিয়ে ফেলেছে সে। অবুঝ আনহা জানেই না তার বাবা আর কোন দিন তাকে কোলে নিয়ে আদর করবে না। বাবা বলে আর কাউকে ডাকতে পারবে না। কারণ তার বাবা বিজিবি সদস্য বেলাল হাসান কর্তব্যরত অবস্থায় কক্সবাজারের টেকনাফে মৃত্যু বরন করেছেন।

রবিবার (২৩ মার্চ) দুপুরে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় বঙ্গোপসাগর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বিজিবি সদস্য মোহাম্মদ বেলাল হাসান মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বজলুর রহমানের ছেলে। নিহত বেলালের আনহা বিন হাসান ছাড়াও আরো একটি ৮বছরের কন্যা সন্তান রয়েছে।

রবিবার বিকেলে নিহত বেলালের বাড়ি কাজিয়াতলে গিয়ে দেখা যায় পরিবারে চলছে শোকের মাতম। তার মা বাবা ও স্ত্রী রোকসানা চিৎকার করে বারবার মূর্ছা যাচ্ছেন। সন্তান হারা মা যেন বাকশক্তি হারিয়ে ফেলেছেন।

নিহতের ভাই নাজমুল হাসান বলেন, শনিবার বিকেলে বিজিবি থেকে আমাদের বাড়িতে দুজন লোক আসে। এসে বলে যে আমার ভাই বেলাল হাসান শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা উদ্ধার করাকালে নিখোঁজ হয়েছেন। তাকে এখনো পাওয়া যায় নি।

রবিবার দুপুরে আমরা কুমিল্লা বিজিবি ক্যাম্পে যাওয়ার পরপর সেখানে খবর আসে যে রাখাইন এলাকায় আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে। প্রশ্ন হলো যে আমার ভাই শুক্রবার নিখোঁজ হয়েছেন। আমাদের জানানো হয়েছে শনিবার বিকেলে। এর কারণ কি। এর পিছনে কোনো রহস্য আছে কি না এটা খতিয়ে দেখা দরকার।

নিহতের বাবা বজলুর রহমান বলেন, আমার ছেলের মৃত্যুটা রহস্যজনক মনে হচ্ছে। মনে হয় কিছু গোপন করা হয়েছে।

নিহতের স্ত্রী রোকসানা খনম চিৎকার করতে করতে বলেন, কথা ছিল ২৫ তারিখে ছুটি নিয়ে বাড়িতে আসবে। বাড়িতে ইদ করবে। এখন আমাকে সাগরে ভাসিয়ে সে চিরকালের জন্য ছুটি নিয়ে চলে গেছে। দুটি অবুঝ শিশুসন্তান নিয়ে আমি এখন কোথায় দাঁড়াবো।

নিহত বেলালের ভাই নাসির উদ্দিন জানান, রবিবার রাত আটটার দিকে লাশ নিয়ে কক্সবাজার থেকে কুমিল্লার দিকে রওয়ানা হয়েছে। সোমবার দুপুরে লাশ দাফন করার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার গভীর রাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনায় নারী-শিশুসহ ২৫ জন রোহিঙ্গা জীবিত উদ্ধার করে। ওই সময় বিজিবির সদস্যসহ আরও বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ হন। রবিবার দুপুরে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর এলাকা বঙ্গোপসাগরে নিখোঁজ থাকা বিজিবি সিপাহি মো. বিল্লাল হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫