মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

প্রকাশিত সংবাদের বিরুদ্ধে চেয়ারম্যান নুর হোসেনের প্রতিবাদ ও ব্যাখ্যা

প্রতিবেদকের নাম
আপডেট সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ১২:০৬ পূর্বাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি::

গত ২৯ অক্টোবর ‘দৈনিক যুগান্তর’ পত্রিকায় প্রকাশিত “ওসির বিদায় সংবর্ধনায় অতিথি মাদকের ২ গডফাদার”! শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন।

তিনি বলেন,আমি একজন মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ পরিবারের সন্তান। স্বাধীনতার সুচনালগ্ন থেকে আমার পিতা হাজ্বী আমির হামজা আওয়ামীলীগের সকল দুঃসময়ে নিজের মেধা, শ্রম ও অর্থ বিলিয়ে দিয়ে সাবরাংয়ের মতো মফস্বল এলাকায় দলের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন এবং আজ অবধি করে যাচ্ছেন। আমার বড় ভাই মরহুম জাহেদ হোসেন দীর্ঘ যুগ ধরে সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের বৈঠা হাতে নিয়ে তৃনমুল পর্যায়ে আওয়ামীলীগকে সুসংগঠিত করেছেন এবং এতদঞ্চলের সর্বস্তরের জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন যা মানুষের অন্তরে সতেজ থাকবে যুগ থেকে যুগান্তরে।
তাঁরই সুযোগ‍্য সন্তান ও আমার ভাতিজা মোহাম্মদ আল ফয়সাল বর্তমানে সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থেকে অসংখ্য আওয়ামীলীগের কর্মী সৃষ্টি করে যাচ্ছেন।

জন্মগতভাবে আমরা স্বচ্ছল পরিবারের সন্তান হিসেবে দীর্ঘ যুগ থেকে আমার ইউনিয়নের সকল মাদ্রাসা,এতিমখানা,বিদ‍্যালয়ে অনুদান দিয়ে শিক্ষার প্রসারে অগ্রণী ভুমিকা রেখে আসছি।

আমাদের মাদক কারবার করে চলার দরকার নেই।
আলহামদুলিল্লাহ, আমার পরিবারের যে সম্পদ রয়েছে তা দিয়ে আমাদের সকল প্রজন্ম জীবিকা নির্বাহ করে চলতে পারবে।

একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ‍্যা, বানোয়াট, ভিত্তিহীন, হীনস্বার্থ, রাজনৈতিকভাবে ঘায়েল ও উদ্দেশ্য প্রনোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

যারা আওয়ামীলীগের খাতায় নাম রেখে চাঁদাবাজি করে,যারা আমার রাজনৈতিক কৌশলের কাছে বারবার হেরে যায় তারা সফল না হতে পেরে মনের জ্বালাপোড়ার ক্ষুধা মিটিয়ে ঘুমানোর জন‍্য মিডিয়ায় মিথ্যা তথ‍্য দিয়ে আমাকে ও আমার পরিবারকে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে।

অপপ্রচার করে জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করা যায় না। কারও সাহস থাকলে সঠিক তথ্য দিয়ে প্রমাণ করুন। এমন ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমার মান সন্মান রক্ষার্থে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা গ্রহনের প্রস্তুতি নিচ্ছি।

প্রতিবাদকারী-
নুর হোসেন
চেয়ারম্যান, সাবরাং ইউনিয়ন পরিষদ, টেকনাফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫