টেকনাফে ১ কোটি ২০ লক্ষ টাকা সমমূল্যের ইয়াবাসহ সৈয়দ হোসাইন (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। ১লা সেপ্টেম্বর (শুক্রবার) উপজেলার সাবরাং ইউপির নয়াপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।
সুত্র জানায়, গত ১লা সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন সদর ও সাবরাং বিওপির বিশেষ টহল দল মিয়ানমার থেকে মাদকের চালান আনার সংবাদ পেয়ে কৌশলে বেড়িবাঁধে অবস্থান নেয়। সেখানে কিছুক্ষণ পর নয়াপাড়ার মৃত আব্দু শুক্কুরের পুত্র মোঃ সৈয়দ হোসাইন (২৬) কে ১টি মুঠোফোনসহ আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। পরে ধৃত ব্যক্তির স্বীকারোক্তিতে তার বাড়ির কাঠের ভেতরে বিশেষভাবে লুকায়িত একটি ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ২০ লক্ষ ৫’শ টাকা।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |