টেকনাফের জাদিমুড়া ক্যাম্প থেকে ২৪০ লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি চিনি অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নুর কবির নামে স্থানীয় এক ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার (১২ মে) রাত সাড়ে বারোটায় ২৭ নং জাদিমুড়া ক্যাম্পের চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি তারিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
এপিবিএন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটায় জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের চেকপোষ্টে তল্লাশি চালিয়ে একটি সাদা রংয়ের লেগুনা গাড়ী থেকে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ২৪০ লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি চিনি জব্দ করা হয়। এসময় উপজেলার পশ্চিম লেদার মৃত কামালের পুত্র নুর কবিরকে (২৭) আটক করা হয়। পরে আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায়, একই এলাকার শামছু (৫০) সহ জব্দকৃত তেল ও চিনি অবৈধভাবে মজুদ করার উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প হতে সংগ্রহ করেছে।
এপিবিএন অধিনায়ক বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মালামাল ও গ্রেফতারকৃত আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |