বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo বাঁকখালী নদী তীরের ৭০ একর জমি উদ্ধার Logo রামুতে ই’য়াবা নিয়ে রোহিঙ্গাসহ ২ নারী আটক Logo কক্সবাজার থেকে ফেরার পথে ইয়াবাসহ যুবদল-কৃষক দলের ৩ নেতাকর্মী গ্রেফতার Logo টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাসহ দুষ্কৃতকারী আটক Logo টেকনাফে ডাকাতের পাহাড়ি আস্তানায় নৌ-বাহিনীর অভিযান, আ গ্নে য়া স্ত্র ও গোলাবারুদ উদ্ধার Logo ফের সাগরে মাছ শিকারের সময় ৩টি ফিশিং বোটসহ ১৮ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি Logo টেকনাফে দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ আটক ১ Logo ফোরজির সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সোমবার থেকে কার্যকর Logo কক্সবাজার শহরে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ Logo চট্টগ্রামে সম্প্রীতি জোরদারে টেকনাফের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফ্রেন্ডলি টুর্ণামেন্টের আয়োজন

দীর্ঘ একযুগ ধরে এক লুঙ্গি নিয়ে ঈদ করছেন টেকনাফের অসহায় মনজুর

সাইফুদ্দিন মোবারক, টেকনাফ
আপডেট সোমবার, ২ মে, ২০২২, ৩:০৩ অপরাহ্ন

আবুল মনজুর (৬০)। ভিক্ষার আয়ে যাদের পেটে ভাত জুটে। দীর্ঘ ৫০ বছর ধরে ভিক্ষা করে চলছেন তিনি। বর্তমানে বয়সের ভারে বেশ ক্লান্ত। জীবনসঙ্গিনী প্রিয়তমা স্ত্রী জাহানারা বেগমকে (৫০) নিয়ে অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন তিনি। টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির ২নং ওয়ার্ডের আমতলী এলাকায় ছোট্ট কুঁড়েঘরে তাদের বসবাস।

সবচেয়ে অবাক করা বিষয়, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এক লুঙ্গি নিয়ে ঈদ করছেন বৃদ্ধ আবুল মনজুর। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই একটা লুঙ্গি পরিধান করে প্রতি বছর ঈদের নামাজ আদায় করি। এরপর ওই লুঙ্গি পরবর্তী ঈদের জন্য তুলে রাখি।

ররিবার (১ মে) রাত আনুমানিক আটটার দিকে হঠাৎ প্রতিবেদকের নিকট অসহায় মনজুর দম্পতির আগমন। এসময় তারা নিজেদের অসহায়ত্বের কথাগুলো তুলে ধরেন। মনজুর ও জাহানারা দম্পতির সংসারে দুই পুত্র ও তিন কন্যা ছিল। ছেলেরা বিয়ে করে নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। বৃদ্ধ মা-বাবার খবর রাখে না। তিন মেয়ের মধ্যে দুইজনের বিয়ে হয়েছে। মা বাবার সাথে থাকেন এক মেয়ে। তার বিয়ে নিয়েও খুবই চিন্তিত অসহায় মনজুরের পরিবার। অভাবের সংসারে বৃদ্ধ আবুল মনজুর একমাত্র যোদ্ধা। প্রাণপণে লড়ছেন দুমুঠো ভাতের জন্য। অনেক সময় একবেলা খেয়ে পার করতে হয় দিন। তাই দুমুঠো অন্নের ক্ষুধা মেটাতে ভবঘুরে হয়ে ছুটে বেড়ায় বিভিন্ন এলাকায়।

রমযানের সেহরী ও ইফতার প্রসঙ্গে মনজুর দম্পতি বলেন, প্রায় সময় শাক-সবজি খেয়েই সাহরী করি। মাঝেমধ্যে মাছ; কালেভদ্রে জুটে গোশত। ইফতারে অনেক সময় পানি ও খেঁজুর এবং মাঝেমধ্যে ছোলা। আক্ষেপের বিষয়, বর্তমান সরকারের উন্নয়নের মহাযজ্ঞেও আবুল মনজুররা রয়ে গেছেন পর্দার আড়ালে। সরকারের এতো বরাদ্দ, এতো উন্নয়ন- কোনো কিছুই তাদের দরজায় পৌঁছেনি। সারা দেশে গরীব-অসহায়দের দেয়া হয়েছে মুজিববর্ষের ঘর। কিন্তু এই অভাগা দম্পতি পায়নি সেই ঘরও।

একপর্যায়ে প্রতিবেদক বৃদ্ধ আবুল মনজুরের হাতে তুলে দেন নতুন লুঙ্গি,পাঞ্জাবিসহ ঈদের বাজার। বৃদ্ধ আবুল মনজুর নতুন কাপড় পেয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করেন। এসময় তিনি বলেন, প্রায় ৫০ বছর ধরে ভিক্ষার থলে নিয়ে ভবঘুরের মতো ভিক্ষা করে চলছি। বর্তমানে বয়সের কাছে হার মানতে বাধ্য হচ্ছি। এই পরিস্থিতিতে সরকারের সহযোগিতা ছাড়া বিকল্প পথ নেই আমাদের। তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে একটি ঘর বরাদ্দের পাশাপাশি সরকারি ভাতা প্রত্যাশা করেন তিনি।

অসহায় আবুল মনজুরের স্ত্রী জাহানার বেগম বলেন, আমরা স্বামী-স্ত্রী দুজনই বয়সের ভারে নুয়ে পড়েছি। সরকারি সহযোগিতা পেলে অবিবাহিত মেয়েটার বিয়ের ব্যবস্থা করতে পারবো।

প্রতিবেশীরা বলেন, ছোটবেলা থেকে মনজুরকে ভিক্ষার থলে নিয়ে এই গ্রাম ওই গ্রাম ঘুরে বেড়াতে দেখেছি। ঝড়-বৃষ্টি, রোদ, রোগ-ব্যাধি তাকে দমাতে পারেনি। বর্তমানে বয়সের ভারে অক্ষম। অবিবাহিত এক মেয়েকে নিয়ে এখনো লড়ছেন বৃদ্ধ মনজুর দম্পতি। এসময় সরকারি সহযোগিতা পেলে হয়তো জীবনের শেষ দিনগুলো নির্ভার কাটানোর সুযোগ পেত।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কায়সার খসরু মুঠোফোনে জানান, প্রকৃত অর্থে অসহায়, গরীব হয়ে থাকলে উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবেন। পাশাপাশি মাথা গুঁজানোর মতো একটি ঘরের ব্যবস্থা করে দেয়ার কথা বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫