গরীবের ঈদ
-মোহাম্মদ ইব্রাহীমকতো সুখে করছো তুমি,
ঈদের কেনাকাটা।
অনাহারীর চোখে দেখো
কতো অশ্রু ফোঁটা।বাবা নেই, নেই আপন কেহ।
কে দিবে কাপড়-চোপড়?কান্না ভরা মন তার।
ছোট ভাই ও বোন,
সবার মত তাদেরও ইচ্ছা জাগে-
কাপড় চোপড় কেনার।টাকা নেই, বাবা নেই, কে আছে তার।
বাবার সাথে যাচ্ছে সবাই ঈদগাহে।
আর কেঁদে কেঁদে বুক ভাসাই তারা।কিছু যদি দিতে পারি অনাহারীর হাতে,
হাসির জ্বলক উঠবে ফুটে-
অনাহারীর মুখে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |