পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাবরাং ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গরিবের বন্ধু, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত চেয়ারম্যান ও সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননন্দিত জননেতা নুর হোসেন বি.এ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি বলেন, ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ ও ঐক্যের বন্ধন। সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহবানে শান্তি-সুধায় প্রতিটি মানুষের হৃদয় ভরে উঠুক এমন প্রত্যাশাও করেন তিনি।
তিনি আরও বলেন, ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের ন্যায় এসেছে পবিত্র ঈদুল আযহা। তাই সকল দুর্যোগ আর সংকট কাটিয়ে উদিত হোক স্বপ্নময় দিনের নতুন সূর্য; উন্নয়ন অগ্রযাত্রার দুর্বার গতিতে এগিয়ে যাক আগামীর বাংলাদেশ সেই প্রত্যাশায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানান চেয়ারম্যান নুর হোসেন বি.এ।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |