কক্সবাজারের টেকনাফে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাপিড একশান ব্যাটালিয়ন (র্যাব) এর সদস্যরা।
শনিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে টেকনাফ ইউনিয়নের উত্তর লম্বরীস্থ মেরিন ড্রাইভ সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১. মোঃ ইব্রাহীম (২২), পিতা-ফরিদ আহম্মদ, মাতা-নাজিমা খাতুন, সাং-উত্তর লম্বরী, ওয়ার্ড নং- ০২, ইউপি- টেকনাফ সদর, ২.আব্দুল খালেক (১৯), পিতা- বশির আহম্মদ, মাতা- ফিরোজা খাতুন, সাং- আলীর ডেইল, ওয়ার্ড নং- ০২, ইউপি- সাবরাং, ৩. মোঃ সাহাব উদ্দিন (২২), পিতা-মোঃ সালেক, মাতা- আয়েশা খাতুন, সাং-খোনারপাড়া, ওয়ার্ড নং-০৮, ইউপি-সেন্টমার্টিন।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কস্থ উত্তর লম্বরীর টেকনাফ সী-বিচ (বিওপি লেখা সাইনবোর্ড সংলগ্ন) এলাকায় কতিপয় অপরাধী চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করার খবর পায় র্যাব সদস্যরা। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-১ এর একটি আভিযানিক দল শনিবার আনুমানিক রাত ৮.২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছালে কতিপয় ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। তাৎক্ষণিক উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতদের দেহ তল্লাশী করে ০১ টি রামদা ও ০১ টি লোহার চেইন দিয়ে বানানো বিশেষ অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধাকৃত অস্ত্র সম্পর্কে গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গভীর রাতে ছিনতাইয়ের উদ্দেশ্যে অস্ত্রসমূহ তাদের হেফাজতে রেখেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা পেশাদার ছিনতাইকারী এবং নিজের দখলে দা, ছুরি, চাকু (অস্ত্র) রেখে বিভিন্ন এলাকায় ও মেরিন ড্রাইভ সড়কে চলাচলকারী লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত দানের মাধ্যমে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে।
গ্রেফতারকৃত আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |