টেকনাফে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে পাষণ্ড এক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা স্বামী মোঃ ইয়াছিনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে নয়াপাড়া নিবন্ধিত শিবিরের ডি ব্লকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, দাম্পত্য কলহের জেরে সোমবার রাত আনুমানিক দুইটার দিকে নয়াপাড়া নিবন্ধিত শিবিরের ডি ব্লকস্থ আশ্রয় শিবিরে ঘুমন্ত স্ত্রী পারভিন আক্তারকে (১৮) গলায় রশি প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী। সংবাদ পাওয়ার সাথে সাথে শিবিরে দায়িত্বরত এপিবিএন সদস্যরা মুমূর্ষু পারভীনকে উদ্ধার করে শিবিরের অভ্যন্তরের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক মোঃ ইয়াছিন নয়াপাড়া নিবন্ধিত শিবিরের কালু হাজীর পুত্র।
এই বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।