টেকনাফ পৌরসভায় ড্রেন ও সরকারি জমি দখল করে দোকান নির্মাণ করার অভিযোগ ওঠেছে আশরাফ আলী গং এর বিরুদ্ধে। এনিয়ে কক্সবাজার জেলা আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না এসব দখলদাররা।
এদিকে ড্রেন দখল ও সাধারণ মানুষের চলাচলের পথ রূদ্ধ করে স্থাপনা নির্মাণ করায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তাই স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী উক্ত জায়গায় স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেন।
জানা যায়, টেকনাফ পৌর শহরের ৩নং ওয়ার্ডের মৃত আয়ুব আলীর পুত্র মৌলভী আশরাফ আলী (৪২) ওই দোকান ঘর নির্মান করছে। যে জমিতে তিনি দোকান ঘর নির্মান করছেন সে জমির বিরুদ্ধে আদালতে একটি মামলা ও চলমান রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।এইদিকে আশরাফ আলীকে বার বার আদালত, সওজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ হতে অবকাঠামো নির্মাণ করতে নিষেধ করলেও তা কর্ণপাত করছেন না আশরাফ আলী।
অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারী অর্পিত সম্পত্তি ১৯৬৯- ১৯৮৬ সাল পর্যন্ত সরকারিভাবে উক্ত দাগের জমির খাজনা আদায় করে আসছিল মৃত আব্দুল হালিমের পুত্র মৃত. আবদুল ওয়াছের গং। সড়ক ও জনপদ বিভাগের অধিগ্রহণকৃত ১৩ শতক জমি যার তফসিল নং আর এস দাগ ৫৫৬০, বিএস দাগ ৪৫২,৪৫৩। কিন্তু ৬৭১ এর বিএস খতিয়ানের ৮৮৫ নং কবলা বানোয়াট ভাবে সৃজন করে সরকারি জমি গ্রাস করে ও জবর দখল করে মৌলভী আশরাফ আলী।
এ বিষয়ে কক্সবাজার সওজের নির্বাহী কর্মকর্তা জানালেন, উক্ত জায়গার বিষয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়। ইউএনও দু পক্ষের সাথে কথা বলে আশরাফ আলীকে দোকান নির্মাণ না করার জন্য মৌখিকভাবে নির্দেশও দিয়েছেন। কিন্তু আশরাফ আলী ইউএনওর নির্দেশ না মেনে দোকান ঘর নির্মাণ করে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |