টেকনাফে মাদক মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে আটক করেছে পুলিশ সদস্যরা। আটক বনি আমিন উপজেলার হ্নীলা ইউপির ফুলের ডেইলের বাসিন্দা মৃত মুসলিম উদ্দিনের পুত্র।
শনিবার (২ এপ্রিল) দুপুরে হ্নীলা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে টেকনাফ মডেল থানা পুলিশ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, ৮১/১৪, ৪(৮)১৪ এর মাদক মামলায় দশ বছরের দন্ডপ্রাপ্ত পলাতক আসামি বনি আমিনের গ্রেফতারি পরোয়ানা জারি হলে অভিযান যায় পুলিশ সদস্যরা। একপর্যায়ে হ্নীলা বাজার থেকে দশ বছরের দন্ডপ্রাপ্ত আসামি বনি আমিনকে আটক করে উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ বুলবুলের নেতৃত্বে একদল পুলিশ।
টেকনাফ মডেল থানার ওসি বলেন, আটক আসামিকে আইনি কার্যক্রম শেষে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |