টেকনাফে কোটি টাকার ইয়াবা ও ক্রিস্টালমেথ (আইস) সহ দুই মিয়ানমার পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক পাচারকারীরা হলেন- মিয়ানমার মংডুর সিরাজ উদ্দীনের পুত্র মোঃ জুবায়ের আহমদ (২২) এবং আব্দুল গণির পুত্র মোঃ রফিক (২৩)।
শনিবার (২ এপ্রিল) টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, শনিবার ভোরে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা ও আইসের একটি চালান পাচারের খবরে নাফ নদীর জালিয়ার দ্বীপ পয়েন্টে কৌশলে অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ দল। ওই সময় মিয়ানমার থেকে আসা একটি নৌকার গতিবিধি সন্দেহজনক হওয়ায় থামানোর সংকেত দেয় বিজিবি। সংকেত উপেক্ষা করে নৌকাটি ঘুরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যেতে উদ্যত হয় পাচারকারিরা। একপর্যায়ে বিজিবি সদস্যরা গুলি ছুঁড়ে দুই পাচারকারীসহ নৌকাটি জব্দ করতে সক্ষম হয়। পরবর্তীতে নৌকা তল্লাশি করে ৫৪ হাজার ইয়াবা ও ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টালমেথ উদ্ধার করে। যার বাজারমূল্য ৬ কোটি ৯৭ লক্ষ টাকা।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক বলেন, মাদক পাচারকারী দুই মিয়ানমার নাগরিককে আটক করা হলেও একজন পালিয়ে যায়। তবে আটক আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |