চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হত্যা চেষ্টা মামলার মূল হোতা, নারী ধর্ষণ, হত্যা ও মারামারিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার পলাতক আসামি আতা উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ সদস্যরা। আটক আতা উল্লাহ টেকনাফের বাহারছড়া উত্তর শিলখালির মৃত মকবুল আলীর পুত্র।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল সাড়ে চারটায় বাহারছড়া ইউপির উত্তর শিলখালীস্থ মেরিনড্রাইভ সংলগ্ন ঝাউবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে পুলিশ হন্য হয়ে খোঁজে আতা উল্লাহ (৪৫) কে। এরই প্রেক্ষিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জামাল মীর দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিলেন। অবশেষে আজ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) নুর মোহাম্মদ বলেন, আটক আতা উল্লাহ’র বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। অবশেষে দীর্ঘদিনের প্রচেষ্টায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরোয়ানাভুক্ত মামলা নিয়ে আসামি আতা উল্লাহকে টেকনাফ মডেল থানা হয়ে আদালতে সোপর্দ করা হবে।
মূলত মাসখানেক পূর্বে, আতা উল্লাহ গং এর চাঁদাবাজিতে বাঁধা দেয়ায় উত্তর শিলখালীর বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হেলাল উদ্দীনের হাতের একটি আঙুল কেটে বিচ্ছিন্ন করার পর থেকে নড়েচড়ে ওঠে স্থানীয় পুলিশ প্রশাসন। এরপর থেকে পুলিশ তাকে হন্য হয়ে খোঁজে। এছাড়া তার বিরুদ্ধে সরকারি লাইসেন্সকৃত বন্দুক ছিনতাই,গরু চুরিসহ নানা অভিযোগ রয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |