চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বই পোকাদের অন্যতম সংগঠন “বইয়ের অরণ্য” এর কার্যনির্বাহী কমিটি ২০২২-২৩ ঘোষণা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সজীব তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী নূর -ই জান্নাত বাঁধন।
গত ৯ ই মার্চ, ২০২২ (বৃহস্পতিবার) ‘বইয়ের অরণ্য’ এর স্থায়ী কমিটির সম্মতির মাধ্যমে তাদের দুজনকে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও পূর্ণাঙ্গ কমিটিতে চবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে
সহ সভাপতি হিসেবে শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী ফাতেমা রসূল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নৃবিজ্ঞান বিভাগ ১৭-১৮ সেশনের শিক্ষার্থী আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক উম্মে রাশেদা তাসিন,অর্থ সম্পাদক জামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক ওয়াংনাই রাখাইন, ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক সম্পাদক শান্তনা চাকমা,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ওবায়দুল হক হেলাল,প্রচার সম্পাদক মোহাম্মদ জুবায়ের, দপ্তর সম্পাদক নাসির উদ্দীন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নওশিন তাবাসসুম,পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইমরানুল ইসলাম, বইমেলা বিষয়ক সম্পাদক রকি কান্তি দে,ম্যাগাজিন বিষয়ক সম্পাদক জাকির হোসাইন, কার্যনির্বাহী সদস্য নিগার আশফিকা, কার্যনির্বাহী সদস্য রাজিয়া সুলতানা জিহান কে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য যে, বইয়ের অরণ্য সংগঠনের কার্যক্রমের মধ্যে রয়েছে পাঠচক্রের আয়োজন, বই বিনিময়,দক্ষতা বৃদ্ধি মূলক আয়োজন,বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন সহ বিভিন্ন ধরনের কার্যক্রমসহ অন্যান্য। ২০১৯ সালের পয়লা জুলাই সংগঠনটির কার্যক্রম শুরু হয়। করোনার মহামারীর কারণে সংগঠনের কার্যক্রম আংশিক বন্ধ থাকলেও, নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন
আহ্বায়ক শাকিল খান।তিনি নতুন কমিটির দায়িত্ব প্রাপ্ত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি নতুন এই কমিটির মধ্য দিয়ে আমাদের পথ চলা আরো সুদৃঢ় হবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |