কক্সবাজারের টেকনাফে পাহাড়ে গৃহপালিত মহিষ চরাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন আবছার নামে এক যুবক। আজ শুক্রবার বিকালের দিকে টেকনাফের বাহারছড়া ইউপির গহীন পাহাড় থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার মৃতদেহটি হোয়াইক্যং ইউপির খারাংখালি কম্বনিয়া পাড়ার হাজী আব্দুল গফুর এর পুত্র আবছারের বলে নিশ্চিত করেছে পুলিশ।
ঘটনার বিষয়ে নিহতের ভাগিনা ইব্রাহিম বলেন, গত বৃহস্পতিবার তার মামা (আবছার) প্রতিদিনের ন্যায় পাহাড়ে মহিষ চরাতে যায়। সন্ধ্যার সময় ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে আজ শুক্রবার ‘ডলুবইন্যা’ পাহাড়ের ভিতরে মামার (আবছারের) লাশ পাওয়া যায়।
এইদিকে বিভিন্ন সূত্রে সন্ত্রাসী কতৃক দাবিকৃত মুক্তিপণ দিতে না পারায় আবছারকে হত্যা করা হয়েছে বলে গুঞ্জন ওঠে।
এ বিষয়ে আবছারের বাবা আব্দুল গফুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে কেউ মুক্তিপণ দাবি করে ফোন করেনি।
তবে স্থানীয় একটি সূত্র দাবি করছে, বাহারছড়া-হোয়াইক্যং পাহাড়ে রোহিঙ্গা ডাকাতদের আস্তানা চিনে ফেলায় তাকে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসী রোহিঙ্গা ক্যাডাররা।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) ইন্সপেক্টর নুর মোহাম্মদ বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পাহাড়ের পাদদেশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হাত, পায়ে একাধিক আঘাত রয়েছে এবং গর্দান কাটা পাওয়া গেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, কে বা কারা কিভাবে খুন করেছে তা এখনো নিশ্চিত নয়। জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, গত ১২ আগস্ট ওই পাহাড়ি এলাকা থেকে অপহরণের দেড়মাস পর শিলখালী এলাকার সিএনজি চালক মাহমুদুল হকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় একাধিক রোহিঙ্গাকে আটক করে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |