কক্সবাজার জেলার প্রথম রঙিন ও সর্বাধিক প্রচারিত আঞ্চলিক দৈনিক সংবাদপত্র ‘দৈনিক কক্সবাজার’ আজ ৪ জুন ২০২৫ গৌরবময় ৩৫ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই পথচলায় পত্রিকাটি পাঠকের বিপুল ভালোবাসা ও আস্থায় নিরপেক্ষতা, বিশ্বস্ততা ও মুক্ত সাংবাদিকতার আদর্শে অটল থেকেছে।
১৯৯১ সালের ৪ জুন, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক মরহুম মোহাম্মদ নুরুল ইসলামের হাত ধরে কক্সবাজার থেকে প্রকাশিত হয় ‘দৈনিক কক্সবাজার’। দেশের পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজারে আধুনিক গণমুখী সাংবাদিকতার পথিকৃত হিসেবে তিনি এই পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেন।
প্রতিষ্ঠার শুরু থেকেই পত্রিকাটি গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িকতা এবং মুক্তচিন্তার চর্চাকে প্রাধান্য দিয়ে এসেছে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে এটি হয়ে উঠেছে সাধারণ মানুষের মুখপাত্র এবং পর্যটন জেলার বাস্তবতা তুলে ধরার নির্ভরযোগ্য মাধ্যম।
এই দীর্ঘ অভিযাত্রার স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে ‘দৈনিক কক্সবাজার’ বাংলাদেশ প্রেস কাউন্সিল পুরস্কার অর্জন করে। আঞ্চলিক প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পত্রিকার মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রমাণ করে পত্রিকাটির জনসম্পৃক্ততা ও নিরপেক্ষ সাংবাদিকতা।
এ উপলক্ষে পত্রিকার সম্পাদক ফাতেমা জাহান এবং পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম দৈনিক কক্সবাজারের অগনিত পাঠক, গ্রাহক, সংবাদদাতা, হকার, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন। বলেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |