টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ হওয়া ব্লক চেয়ারম্যানকে দুই সপ্তাহ পর উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত পৌনে তিনটায় উপজেলার হ্নীলা ইউপির হ্নীলা বাজার থেকে তাকে উদ্ধার করা হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম উদ্ধারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, গত ৯ জুলাই উপজেলার হ্নীলা অস্থায়ী গরু বাজারে গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ হয় নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মো. হাসিমের পুত্র ও রোহিঙ্গা প্রতিনিধি একরাম (৪২)। এরপর থেকে এই রোহিঙ্গা প্রতিনিধিকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রাখে এপিবিএন সদস্যরা। এরই সূত্র ধরে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত পৌনে তিনটায় হ্নীলা বাজারে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা একরামকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এপিবিএন সদস্যরা। নয়াপাড়া আইপিডি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
১৬ এপিবিএন অধিনায়ক বলেন, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত পূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |