টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নগদ বিশ লক্ষ টাকাসহ এক রোহিঙ্গা শরনার্থীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। বৃহস্পতিবার (১৪ জুলাই) দিনগত রাত ৩:৫০ মিনিটে তাকে আটক করা হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাত ০৩.৫০ মিনিটে নয়াপাড়া ক্যাম্পের আই ব্লকের একটি বাড়িতে অবৈধ অস্ত্র লুকানোর সংবাদ পেয়ে অভিযানে যায় এপিবিএন সদস্যরা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আই ব্লকের রোহিঙ্গা শরনার্থী হাজী সুলতানের ঘর থেকে একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে পুরো ঘর তল্লাশি করা হয়। তল্লাশীকালে রোহিঙ্গা নুর বারেক (২৫) এর দেখানো মতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে অবৈধ নগদ বিশ লক্ষ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ নুর বারেককে আটক করা হয়। আটক নুর বারেক নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের ‘বি’ ব্লকের বাসিন্দা।
১৬ এপিবিএন অধিনায়ক বলেন, উদ্ধারকৃত আলামতসহ আটক আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |