দেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষানিকেতন হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ৩য় বারের মতো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের দিনব্যাপী কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই মাদ্রাসার প্রথম দাখিল পরীক্ষার্থী ও বর্তমান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার এডহক কমিটির সভাপতি অধ্যাপক জহির আহমদ।
এসময় ১৯৮২ সাল থেকে পর্যায়ক্রমে পাশ করা অনেক শিক্ষার্থী মাদ্রাসা নিয়ে নানা স্মৃতিচারণ করেন। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এসময় প্রাক্তন শিক্ষার্থীরা মাদ্রাসার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।
এদিকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রাক্তন শিক্ষার্থীদের সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানান। পাশাপাশি উপদেষ্টা পরিষদের সমন্বয়ে আগামী ১ মাসের মধ্যে প্রাক্তন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের আশ্বাস প্রদান করেন।
প্রসঙ্গত, ১৯৭৬ সালে আধ্যাত্মিক গুরু শাহ সুফী আব্দুল মজিদের হাত ধরে মাদ্রাসাটির যাত্রা হয়েছিল। সময়ের ব্যবধানে সেই দিনের ছোট্ট মাদ্রাসাটি আজ বটবৃক্ষে পরিণত হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |