সীমান্ত উপজেলা টেকনাফে ১ লক্ষ ইয়াবাসহ মো. আকরাম (২৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক আকরাম উপজেলার হ্নীলা ইউনিয়নের মো. রবিউল হোসেনের ছেলে এবং হ্নীলা উত্তর শাখা সাংগঠনিক ৬নং ওয়ার্ড যুবদলের আহবায়ক।
মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে হোয়াইক্যং চেকপোস্টে মোটরসাইকেল তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল হোয়াইক্যং চেকপোস্টে আসলে কর্তব্যরত বিজিবি সদস্যরা থামানোর সংকেত দেয়। পরে মোটর সাইকেলটি তল্লাশি করে ১ লক্ষ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
আটক আসামি আকরামের বরাতে বিজিবি অধিনায়ক আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো টাকার বিনিময়ে পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল।
আটক আসামি এবং জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |