মলিন মুখে স্বজন ফেরার প্রতিক্ষায় রয়েছে কক্সবাজার টেকনাফের ১৮ জেলে পরিবার। এসব পরিবারে ঈদের আয়োজন তো দূরের কথা, ঠিকমতো দুই বেলা পেট ভরে ভাত মিলছে না।
আজ ওই ১৮ পরিবারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়সার খসরুর সহযোগিতায় ঈদের কিছু পণ্যসামগ্রী বিতরণ করা হয়।
চলতি বছরের ১৫ মার্চ (মঙ্গলবার) বিকেলে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে মিয়ানমারের বিজিপি সদস্যরা ১৮ বাংলাদেশি জেলেকে আটক করে।
আটক জেলেরা হলেন- উপজেলার সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার নুর কালাম (২৬), মোহাম্মদ জসিম (২৫), সাইফুল ইসলাম (২৩), মো. ফয়সাল (২৩), আবু তাহের (২২), মো. ইসমাইল (২০), মো. ইসহাক (২৪), আবদুর রহমান (২৪), মো. হোসেন (২২), মোহাম্মদ হাসমত (২৫), মোহাম্মদ আকবর (২৩), নজিম উল্লাহ (১৯), মোহাম্মদ রফিক (২০), মোহাম্মদ সাব্বির (২৫), মোহাম্মদ হেলাল (২৫), মো. জামাল(২১), রেজাউল করিম (১৮) ও মোহাম্মদ রমজান (১৬)।
আজ সোমবার (২ মে) দুপুরে শাহপরীর দ্বীপ জেলেপল্লী ঘুরে দেখা যায়, নাফনদীর তীর ঘেঁষা ওই এলাকার প্রায় ঘরে ঈদের আনন্দ নেই। প্রিয়জনদের দীর্ঘ দূরত্বে সবাই শোকে মূহ্যমান। তারা যেকোনো মূল্যে ফেরত চান মিয়ানমারে বন্দী হওয়া ১৮ বাংলাদেশি জেলেকে।
মিয়ানমারে আটক নুর কালামের স্ত্রী সালমা বেগম বলেন, এখনো স্বামীকে ফেরত পায়নি। কেমন আছে, কোথায় আছে, কে জানে ?
ঈদ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ঈদের আনন্দ তো মিয়ানমারে আটকা আছে। ছেলে-মেয়েরা নতুন জামা-কাপড়ের জন্য কান্নাকাটি করছে। হাতে কোনো টাকা-পয়সা নেই। কাপড় কিনে দিব কিভাবে?
আটক হেলালের মা নুর বেগমের কাছে ঈদ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, যেখানে পরিবারের সদস্যরা ঠিকমতো খাবার মুখে দিতে পারছে না। ঈদ দিয়ে আমাদের কি হবে? পরিবারের সদস্যদের ফেরত পেলে ঈদ উদযাপন হবে।
সাবরাং ইউপির ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম বলেন, ধরে নিয়ে যাওয়া ১৮ জেলে বর্তমানে কোথায় আছেন, পরিবারগুলো কিছুই জানে না। এজন্য পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্ত ও দিশেহারা হয়ে পড়েছেন। মাছ শিকার করে তাদের ঘর-সংসার চললেও বর্তমানে পরিবারগুলো অনেকটা অর্ধাহারে-অনাহারে জীবন-যাপন করছেন।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পক্ষ থেকে ওই জেলেদের ফেরত চেয়ে একাধিকবার মিয়ানমার সীমান্তবক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু আজও তাঁরা বাংলাদেশি জেলেদের ফেরত দেয়নি। জেলেদের সবাইকে মিয়ানমার আদালত পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে বলে সেদিনের বিজিপি কর্তৃপক্ষ অবহিত করেছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |