কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের সাগর তীরে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের গলাচিপা এলাকার সেইলর রিসোর্টের পশ্চিম পাশে সাগর তীরে এ মৃতদেহটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানা সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কোস্টগার্ডের একজন সদস্যের ফোনে খবর আসে যে সেন্ট মার্টিনের গলাচিপা এলাকায় জোয়ারের পানিতে একটি মৃতদেহ ভেসে এসেছে। সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি জানতে পেরে এসআই (নিঃ) মাসুম ফরহাদকে ঘটনাস্থলে পাঠান। পরে রাত সাড়ে ১০টার দিকে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেন।
এসআই মাসুম ফরহাদ বলেন, ‘উদ্ধারকৃত মৃতদেহটি অর্ধগলিত ও কঙ্কালসার অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, মৃতদেহটি দীর্ঘদিন সমুদ্রে নিমজ্জিত ছিল। এতে শরীরের মাংস ও অঙ্গপ্রত্যঙ্গ পচে খসে গেছে।’
তিনি আরও জানান, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরিচয় শনাক্তে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, মৃতদেহটি প্রাথমিকভাবে অজ্ঞাতনামা হিসেবে থানায় লিপিবদ্ধ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।’
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |