বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

সেন্ট মার্টিনে কাঠের তক্তার জোড়াতালিতে সংস্কার কংক্রিটের জেটি

ডেস্ক রিপোর্ট
আপডেট শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১, ৯:৫৩ পূর্বাহ্ন

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হলেও জরাজীর্ণ হয়ে পড়া সেন্ট মার্টিনের একমাত্র পর্যটক জেটিটি সংস্কারে স্থায়ী কোন উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। অবশেষে পর্যটক মৌসুম ঘনিয়ে আসায় জাহাজ মালিকেরা কংক্রিটের জেটিতে কাঠের তক্তার জোড়াতালিতে নামমাত্র সংস্কার কাজ সম্পন্ন করেন। তবে জোড়াতালির এই সংস্কার নিয়ে ক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৬ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘূর্ণিঝড় ইয়াস ও জোয়ারের পানিতে বিধ্বস্ত জেটির পন্টুন, সিঁড়ি ও রেলিং-এ কাঠের তক্তা দিয়ে জোড়াতালিতে আপাতত সংস্কার কাজ সম্পন্ন করেছে জাহাজ মালিকেরা।

সেন্ট মার্টিন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলা পরিষদ কর্তৃপক্ষ চলতি মৌসুমে এক কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা দিয়ে এই জেটির ইজারা দিলেও এখনো পর্যন্ত কোন ধরণের স্থায়ী সংস্কার করেনি। তাছাড়া কংক্রিটের জেটির ওপর কাঠের তক্তার জোড়াতালি কতটা টেকসই হবে- নিশ্চয়ই আপনাদের অজানা নয়। দ্বীপকে কেন্দ্র করে কোটি কোটি টাকার বাণিজ্য করলেও দ্বীপের প্রতি আন্তরিকতার লেশমাত্র নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

সেন্ট মার্টিন বোট মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আল নোমান বলেন, জাহাজ চলাচলে বিঘ্ন হতে পারে বলে টেকনাফ-সেন্ট মার্টিন ও চট্টগ্রাম-কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে চলাচল করা পর্যটকবাহী দশটি জাহাজ কর্তৃপক্ষের উদ্যোগে দ্বীপের একমাত্র জেটিটি জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়েছে। কিন্তু এতে কোন স্থায়ী সমাধান হয়নি। কোন এক রহস্যজনক কারণে আমরা দ্বীপবাসী অবহেলায়, অনাদারে পড়ে আছি। দ্বীপকে নিয়ে এমন বৈষম্যমূলক আচরণ সত্যি অনেক বেশি কষ্টের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫