দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পাথরের উপর থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।
শনিবার (৩০ জানুয়ারি) টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
সূত্রে জানা যায়, সেন্টমার্টিন ৯নং ওয়ার্ডের ছেড়াদ্বীপের দক্ষিণ পাশে প্রবালের উপর অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেয় চৌকিদার লাল মিয়া। খবর পেয়ে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) সানাউল ইসলামের নেতৃত্বে পাথরের উপর পড়ে থাকা অর্ধগলিত দেহটি উদ্ধার করা হয়। লাশটির শরীরে জিন্সের প্যান্ট ও একটি ছাই রংয়ের সোয়েটার পরিহিত ছিল। তবে মুখমন্ডল ও শরীর গলে বিকৃত হওয়ায় শরীরে আঘাতের কোন চিহ্ন স্পষ্ট ছিলনা।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, মরদেহটির কোন তথ্য না পাওয়ায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি সুরতহাল শেষে মরদেহটি ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |