টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের নির্বাচনে শান্ত ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শনিবার ও রোববার সেন্টমার্টিনের সঙ্গে চলাচলকারি তিনটি নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছেন কক্সবাজার জেলা প্রশাসন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী এ তথ্যটি নিশ্চিত করে বলেন, আগামী ২৬ ডিসেম্বর (রোববার) সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের কথা রয়েছে। তাই অপ্রীতিকর ও সহিংস ঘটনা এড়াতে বহিরাগতরা যাতে দ্বীপে অবস্থান করতে না পারে সেজন্য সেন্টমার্টিনের সঙ্গে তিনটি নৌপথে (টেকনাফ-সেন্টমার্টিন, কক্সবাজার-সেন্টমার্টিন ও চট্টগ্রাম-সেন্টমার্টিন) জাহাজ চলাচলের উপর বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যে সকল পর্যটক দ্বীপে অবস্থান করছে তাদের শুক্রবার সন্ধ্যার মধ্যেই সেন্টমার্টিন দ্বীপ ত্যাগ করার জন্য মাইকিং করা হচ্ছে। তবে আগামী ২৭ ডিসেম্বর (সোমবার) থেকে পুনরায় তিনটি নৌপথে জাহাজ চলাচল করতে পারবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, সেন্টমার্টিন দ্বীপের নির্বাচনকে কেন্দ্র করে শনিবার ও রোববার এ দুইদিনের জন্য তিনটি নৌপথে পর্যটক পরিবহন বন্ধ থাকবে। তবে সোমবার থেকে পুনরায় পর্যটকবাহী জাহাজ গুলো পর্যটক পরিবহন করতে পারবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেদারুল
ইসলাম বলেন, পুরো ইউনিয়নের ৯টি কেন্দ্রে ১ হাজার ৬৬৩ জন পুরুষ ও ১ হাজার ৭০২ জন নারীসহ ৩ হাজার ৩৬৫ জন ভোটার রয়েছেন। যেখানে চেয়ারম্যান পদে পাঁচজন হলেন – মুজিবুর রহমান (নৌকা), বর্তমান চেয়ারম্যান নুর আহমেদ (মোটর সাইকেল), মাওলানা আব্দুর রহমান (চশমা), জাহিদ হোসেন (আনারস) ও মাওলানা ফিরোজ আহমদ (টেলিফোন) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |