সীমান্ত নগরী টেকনাফের হোয়াইক্যং ইউপির অসহায় বৃদ্ধ আবুল মনজুরের পাশে দাঁড়ালেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কায়সার খসরু।
আজ শুক্রবার বিকাল তিনটায় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি সংলগ্ন আমতলী এলাকায় তাকে দেখতে যান ইউএনও। এসময় তার হাতে ঈদ উপহার হিসেবে এক বস্তা চাল, সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন, ডাল, গুড়া দুধ, সেমাই ও চিনিসহ আরও কয়েকপ্রকার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন।
ঈদ উপহারগুলো হাতে পেয়ে বেশ উচ্ছ্বসিত হন বৃদ্ধ আবুল মনজুর। অনুভূতি জানতে চাইলে বৃদ্ধ আবুল মনজুর বলেন, “আঁয় গরীব মানুইষ। আঁরে চাইতো আইস্যে স্যারে। আঁয় বেশি খুশি অয়্যি। স্যার অর লাই বেশি বেশি দোয়া গরির”। অর্থাৎ আমি গরীব মানুষ। ঈদ উপহার পেয়ে আমি খুবই আনন্দিত। স্যারের জন্য অনেক অনেক দোয়া করছি।
এইদিকে অসহায় মানুষের পাশের দাঁড়ানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও স্থানীয় সুধীমহলে প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কায়সার খসরু।
কে এই আবুল মনজুর ?
হোয়াইক্যং আমতলী এলাকার বৃদ্ধ আবুল মনজুর। ভিক্ষাবৃত্তিই যার বেঁচে থাকার অবলম্বন। বয়সের ভারে নুয়ে পড়ায় বর্তমানে সেইটাও সম্ভব হচ্ছেনা। গত ঈদুল ফিতরে রূপান্তরসহ কয়েকটি গণমাধ্যমে আবুল মনজুরের অসহায়ত্ব নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করলে নজরে আসে উপজেলা প্রশাসনের। তারই সূত্র ধরে আজ ঈদ উপহার নিয়ে ছুটে যান টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. কায়সার খসরু।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |