কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ উপকূলীয় এলাকায় বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে অভিনব কৌশলে লুকানো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, টেকনাফ সদর বড় হাবিব পাড়া এলাকার বাসিন্দার আব্দুল মোনাফের ছেলে মো. শাকের (৪০), নাজির পাড়ার গুরা মিয়ার ছেলে মো. জাকির (৩৫)।
শুক্রবার (১ নভেম্বর) সকালে টেকনাফ সদর বড় হাবির পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে বিজিবি ও র্যাব সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মাদকের একটি চালান মো. শাকেরের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। এমন সংবাদে বিজিবি ও র্যাবের যৌথ উদ্যোগে দীর্ঘ ঘণ্টা অভিযানে শাকেরের বাড়ি ঘিরে তল্লাশি চালিয়ে বসতবাড়ির দক্ষিণ পাশে সুপারি বাগান সংলগ্ন টয়লেটের ভেতর থেকে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় দুই পাচারকারীকে ঘটনাস্থল থেকে আটক করা হলেও আরও দুই থেকে তিনজন পাচারকারী পালিয়ে যায়। পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে তারা মাদক পাচারের সঙ্গে জড়িত। মিয়ানমারে অবস্থানরত সরবরাহকারীদের কাছ থেকে ইয়াবা এনে বাংলাদেশে পাচার করতেন বলে জানান তারা।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, মাদকের ভয়াল ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষায় আমরা সংকল্পবদ্ধ ও সদা প্রস্তুত। দেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার প্রশ্নে ‘জিরো টলারেন্স নীতিতে কোনো আপোশ নেই। সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষায় এবং প্রতিটি মাদক চালান রুখে দিতে অভিযান আরও জোরদার করা হবে।
তিনি বলেন, আটক আসামিদের উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
| নাম | সময় |
| ফজর | ৪:১৫ |
| যোহর | ১২:১০ |
| আছর | ৪:৫০ |
| মাগরিব | ৬:৪৫ |
| এশা | ৮:১৫ |