ভাসছে মানুষ বানের জলে
ভাসছে পশুপাখি,
তাদের দুখে ঘুম আসেনা
ভরছে জলে আঁখি।
আহা সিলেট! আহা সিলেট!
শাহজালালের দেশ,
পানির তলে ভেসে গেলো
ঘরবাড়ি সব শেষ।
বৃষ্টি হলো মুষলধারে
বন্যা হলো শুরু,
সেই সুযোগে ফারাক্কাটা
খুলে দিলেন গুরু।
গুরুর দয়া বড়ই আজব
কৌশলে কাজ সারেন,
ইচ্ছে হলে কোলে তুলেন
ইচ্ছে হলে মারেন।
করলো ওরা বিয়াদবী
প্রিয় নবীর সনে,
জ্বললো আগুন বাংলাদেশে
মুসলমানের মনে।
আগুন জ্বলুক আগুন নিভুক
দাদার কী যায় আসে,
দিলেন খুলে ফারাক্কাটা
সিলেট যেন ভাসে।
করছি দোয়া রবের কাছে
চাইছি দু’হাত ভরে,
আল্লাহ তুমি রহম করো
সিলেটবাসীর তরে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |