কক্সবাজার সিটি কলেজের ‘মার্কেটিং’ বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন টেকনাফের কৃতীমুখ হেলাল উদ্দিন। তিনি উপজেলার সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ ডাংগর পাড়ার মরহুম আব্দুল মোতালেব এর পুত্র।
এইদিকে তাঁর নিয়োগে এলাকার মানুষ উচ্ছ্বসিত এবং তাঁকে নিয়ে গর্ববোধ করছেন। কক্সবাজার সিটি কলেজে হেলাল উদ্দিনের এই নিয়োগ শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া তাঁর নিয়োগের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাতে থাকে। এসময় শুভকামনা জানানোর পাশাপাশি অনেকে বলেন, শিক্ষকতা নামক মহান পেশায় ধৈর্য্যের চূড়ান্ত পরীক্ষা দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে পেশাদারিত্বের সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেন।
উল্লেখ্য, হেলাল উদ্দিন শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কক্সবাজার কমার্স কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ পাশ করেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |