মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo কক্সবাজারে ৯ বছরেও শেষ হয়নি বেজার ট্যুরিজম পার্ক প্রকল্প Logo বাংলাদেশি নৌযান রহস্যজনকভাবে মিয়ানমারে প্রবেশ করছে Logo চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের Logo ফিশিং ট্রলার থেকে লক্ষাধিক ইয়াবাসহ দুই কারবারি আটক Logo কক্সবাজারে ধর্ষণ থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল স্বামীর Logo মেরিন ড্রাইভের শিশুপার্ক এলাকা থেকে ইয়াবাসহ খুরুশকুলের মোস্তাক আটক Logo পুকুরে ডুবে রামু কলেজের শিক্ষার্থী নিহত Logo বিকল ফিশিং বোটসহ ১৭ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড Logo উখিয়ার সাংবাদিক আমিন হত্যা: ১০ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা Logo ‘মাদকের টাকা না পেয়ে’ চাচার দা’য়ের কোপে প্রাণ গেল ৩ বছর বয়সী ভাতিজির

সাবেক সাংসদ বদিকে চট্টগ্রামে আনা গেলনা যে কারণে….

রূপান্তর ডেস্ক
আপডেট সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। রবিবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। পুলিশ প্রটেকশনের অভাবে তাঁকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রামে আনা যায়নি। আগামী ১৩ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য্য করেছেন আদালত।

এদিকে ওই মামলায় সাক্ষ্য দিতে এসে ফিরে গেছেন ঢাকা ব্যাংক কক্সবাজার শাখার সাবেক ম্যানেজার সৈয়দ মফিজ উদ্দিন আহাম্মদ, সাবেক সিনিয়র অফিসার আবদুল কাইয়ুম এবং সাবেক ম্যানেজার (অপারেশন) মো. বদিউল আলম। আসামি উপস্থিত না থাকায় তাদের সাক্ষ্যগ্রহণ হয়নি।

দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু সিভয়েস২৪’কে বলেন, ‘ব্যাংকে থাকা আবদুর রহমান বদির অবৈধভাবে অর্জিত টাকার বিষয়ে তিন ব্যাংক কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্ ছিল আজ। তবে আসামি বদিকে চট্টগ্রাম আদালতে হাজির না করায় সাক্ষ্যগ্রহণ হয়নি। আগামী ১৩ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।’

এদিকে বদির আইনজীবীর অভিযোগ, ঢাকায় কোনো মামলা নেই, তবু বদিকে হয়রানি করতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। যদিও কারা কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছেন, তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করতে আবেদন করেও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ থেকে প্রটেকশন দল পাওয়া যায়নি।

আবদুর রহমান বদিকে চট্টগ্রাম পাঠাতে না পারা প্রসঙ্গে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত বরাবর একটি চিঠি পাঠিয়েছেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন। চিঠিতে বলা হয়, বদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে চাহিদা পাঠিয়ে পুলিশ প্রটেকশনের দল পাওয়া যায়নি। পরবর্তী ধার্য দিন কারা কর্তৃপক্ষকে জানাতে আদালতকে অনুরোধ করা হয়।

আবদুর রহমান বদির আইনজীবী অ্যাডভোকেট মো. রফিক বলেন, ‘ঢাকায় কোনো মামলা না থাকা সত্ত্বেও বদিকে সেখানে স্থানান্তর করা হয়েছে শুধুমাত্র হয়রানির জন্য। কাশিমপুর কারাগার থেকে বিভাগীয় বিশেষ জজ আদালতে পুলিশি পাহারায় হাজিরের জন্য আদালতের কাছে আবেদন জমা দিয়েছি। আদালত পরবর্তী তারিখ অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি তাকে আনার নির্দেশ দিয়েছেন।’

দুদক সূত্র জানায়, ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার তথ্য গোপন এবং ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে আবদুর রহমানের বিরুদ্ধে মামলাটি করে দুদক। পরের বছর তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার সময় আবদুর রহমান বদি টেকনাফ পৌরসভার নির্বাচিত মেয়র ছিলেন। পরে তিনি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে এলে মামলাটির কার্যক্রম স্থগিত থাকে। এই আদেশের বিরুদ্ধে আপিল করলে দীর্ঘদিন পর ২০১৭ সালে মামলাটি সচল হয়।

২০২০ সালের ১৩ সেপ্টেম্বর আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। বিচারের আদেশের বিরুদ্ধে বদি পরে হাইকোর্টে যান। ২০২২ সালের জানুয়ারিতে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন। পরে একই বছরের ২২ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সবশেষ গত ২৮ অক্টোবর এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ইসলামী ব্যাংকের টেকনাফ শাখার সাবেক দুই কর্মকর্তা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আবদুর রহমান বদির নাম রয়েছে। তালিকায় ‘মাদকের গডফাদার’ হিসেবে তার চার ভাইসহ রয়েছে পরিবারের অন্তত ২৬ জনের নাম। গত ২৪ আগস্ট রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‍্যাব-৭। ৫ আগস্ট সরকার পতনের পর টেকনাফ থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পরে কারাগারে পাঠানো হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫