বার্তা পরিবেশক:
টেকনাফের সাবরাং ইউপি ও সদর ইউপির হিন্দু ও সনাতন ধর্মাবলম্বীদের কেন্দ্রীয় মহাশ্মশান, সাবরাং এর তিন সদস্যবিশিষ্ট একটি কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
গত ০৪ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ উক্ত কমিটি অনুমোদন দেয়া হয়।
৪ উপদেষ্টা যথাক্রমে সনজিত কুমার শীল, অনিল কুমার শীল, সাধন শীল, লিটন ধর এর স্বাক্ষরিত প্যাডে সোনারাম শর্মাকে সভাপতি, জর্জ শর্মাকে সাধারণ সম্পাদক ও অজিত কুমার শীলকে অর্থ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়।
এবিষয়ে নবগঠিত সাবরাং কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সভাপতি সোনারাম শর্মা ও সাধারণ সম্পাদক জর্জ শর্মা বলেন, উপদেষ্টাদের অর্পিত গুরুদায়িত্ব পালনে সাধ্যানুযায়ী চেষ্টা করব। পাশাপাশি হিন্দু ও সনাতন ধর্মাবলম্বী সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি।
তারা আরও বলেন, গুটিকয়েক স্বার্থনেষী ব্যক্তি সাবরাং কেন্দ্রীয় শ্মশান কমিটি গঠনকে কেন্দ্র করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের কাছে অনুরোধ, ধর্মীয় ভাবমূর্তি সমুন্নত রাখতে আসুন এক কাতারে এসে শ্মশানের উন্নয়নে কাজ করি।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |