বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সাবরাং উচ্চ বিদ্যালয় এর অধীনে ভোকেশনাল মাধ্যমিক শাখায় নবম শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে কম্পিউটার এন্ড ইনফরমেশন টেকনোলোজি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দুটি ট্রেডে শিক্ষার্থী ভর্তি করার বিষয়ে নিশ্চিত করেছেন সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ-উদ-দৌল্লাহ।
ইতোমধ্যে স্কুলটিতে ভোকেশনাল শাখায় ভর্তির জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অত্যাধুনিক কম্পিউটার ল্যাব ও সার্বক্ষণিক ইন্টারনেট সুবিধা রাখা হয়েছে। এছাড়া অন্যান্য সুবিধাদির মধ্যে- অভিজ্ঞ কারিগরি শিক্ষকের মাধ্যমে সৃজনশীল পদ্ধতিতে পাঠদানের পাশাপাশি হাতে-কলমে শেখানোর ব্যবস্থা রাখা হয়েছে। লক্ষণীয় বিষয় হল, ক্যাম্পাসটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত।
উল্লেখ্য, কারিগরি বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসএসসি সমমানের ভোকেশনাল ৯ম শ্রেণিতে ভর্তির তথ্য নিশ্চিত করা হয়েছে।
৫ ডিসেম্বর বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে, সরকারি-বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের ভোকেশনাল ৯ম শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এবারে ভোকেশনালে ভর্তিতে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না। লটারির মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |